সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবি ওয়ার্কার্স পার্টির

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ওয়ার্কার্স পার্টি। সর্বস্তরের বাংলা ভাষা চালু করা এবং সব জনগোষ্ঠীর মাতৃভাষা চর্চার অধিকার রক্ষার দাবিও জানিয়েছে দলটি। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলটি এ দাবি জানায়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের ৬৯তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে মিলিত হয়। প্রভাত ফেরি শেষে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ্য নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন– মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মহানগর কমিটির সদস্য তপন সাহা প্রমুখ।