দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান ও হল না খুললে আন্দোলনের হুঁশিয়ারি

কালক্ষেপণ না করে দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। দাবি না মানলে দেশের সব শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। যার ফলে ছাত্রসমাজ অনেকটা হতাশায় ভুগছে। নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে হবে।  সরকার ১৭ মে হল খুলে ২৪ মে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিন। এই মুহূর্তে ঢাকার নীলক্ষেতে ছাত্ররা আন্দোলন করছে। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের দাবি না মানলে সবাইকে একত্রিত করে কীভাবে হল খুলতে হয়, সেটি আমরা দেখবো।’

তিনি আরও বলেন, ‘রাস্তা বন্ধ করে আন্দোলন করলে পুলিশ বলে আমরা শৃঙ্খলা রক্ষায় আছি, আপনারা সরে যান। আমি বলতে চাই, আমাদের শৃঙ্খলা বোঝানোর আগে আমাদের অধিকারের বিষয়টি নিশ্চিত করতে বলুন সরকারকে। আশা করি, আপনারা আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ছাত্রদের রাজনীতি বিমুখ করে রাজনীতিতে টিকে থাকার যে স্বপ্ন দেখছেন, সেটি বেশিদিন থাকবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, যুব ঐক্যের সমন্বয়ক এম এ হাসানসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা।