রাষ্ট্র থেকে পাকিস্তানপন্থীদের উপড়ে ফেলার আহ্বান জাসদের

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে রাজনীতি, রাষ্ট্র ও সমাজ থেকে পাকিস্তানপন্থীদের উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি জাসদ কেন্দ্রীয় কার্যকারী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর নেতারা এসব এ আহ্বান জানান।

জাসদের নেতারা বলেন, গণহত্যাকারী-যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে শিরীন আখতার এমপি কর্তৃক জাতীয় সংসদে উত্থাপিত ও সর্বসম্মতভাবে গৃহীত বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।