সালথায় তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি শামার

ফরিদপুর জেলার সালথায় ৫ এপ্রিল নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একইসঙ্গে এ তাণ্ডবের ঘটনায় জড়িত না থাকলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ এপ্রিল) ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনটি শহরের প্রেসক্লাবে করার কথা থাকলেও স্থানীয় প্রশাসন করতে দেয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের পর গত বছর প্রথমবার বিএনপিই একমাত্র দল, যারা সব কর্মসূচি স্থগিত করেছিলো। করোনার দ্বিতীয় ধাক্কায়ও দলীয়ভাবে সব কর্মসূচি স্থগিত করা হয়। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের কোনওরকম অনুষ্ঠান বা আয়োজন করার অনুমতি নেই। অথচ সালথার ঘটনায় ফরিদপুরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। অথচ নেতাকর্মীরা ঘটনার দিন আশেপাশেই ছিলো না।’

দলের বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অভিযোগ করেন, এলাকায় ইতোমধ্যে প্রচার হয়েছে, এই ঘটনার পেছনে আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরীর ছেলের ইন্ধন রয়েছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের নামে মামলাগুলো প্রত্যাহারের দাবি করেন। এছাড়া সাধারণ জনমানুষকেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন শামা।

বিএনপির কোনও চুরি-ডাকাতির টাকা নয়, বরং নিজস্ব অর্থায়নে আড়াই কোটি মানুষকে করোনায় ত্রাণ সহায়তা দিয়েছে দাবি করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আবারও এই সহায়তা কার্যক্রম শুরু করার জন্য দলের হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন।’

বিএনপিকে মোকাবিলা করতে হলে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।