মুজিবনগর সরকারই মুক্তিযুদ্ধকে বিজয়ী করেছে: সাইফুল হক

ভেতর-বাইরের নানা প্রতিকূলতা মোকাবিলা করে তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন প্রবাসী মুজিবনগর সরকারই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদান করেছে; স্বাধীনতা সংগ্রামকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার (১৭ এপ্রিল) এক ভার্চুয়াল সভায় তিনি এ মন্তব্য করেন। প্রবাসী বাংলাদেশ সরকারের পঞ্চাশ বছর উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।

সাইফুল হক আরও বলেন, ‘সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আর নানা মাত্রার হীনমন্যতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও যুদ্ধকালীন সরকার তাদের প্রয়োজনীয় স্বীকৃতি ও মর্যাদা পায়নি। কেউ কেউ ছোট হয়ে যায় কি না এই ভুল ও আত্মগত অরাজনৈতিক চিন্তাভাবনার কারণে প্রবাসী সরকারের গৌরবজনক ভূমিকাকে ধারাবাহিকভাবে ছোট করে রাখা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম যে একটি জনযুদ্ধ সেটি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ভালভাবে উপলব্ধি করেছিলেন। সে কারণে তিনি জনগণের সকল অংশকে এই যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তার দূরদৃষ্টি ছিল বলে একাত্তরের ১০ এপ্রিল প্রদত্ত বেতার ভাষণে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন-- ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম কোন বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়।’

ভার্চুয়াল এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সভাপতি আবদুর নূর, সৈয়দ হারুন-অর-রশিদ, কমিটির সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী প্রমুখ।