হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দাবি ইনুর

হেফাজতে ইসলামের নেতাদের সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাষ্ট্রদ্রোহিতার মামলার দাবি করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

বুধবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ‘তাণ্ডবি হেফাজতি রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি ও ধ্বংস, সহিংসতা, নাশকতা ও অন্তর্ঘাতের অভিযোগে দায়েরকৃত মামলার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্র-সংবিধানকে অস্বীকার এবং রাষ্ট্রের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাঙচুরের সুনির্দিষ্ট অপরাধে রাষ্ট্রদোহিতা এবং সরকার উৎখাতের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট মামলা দায়ের, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’