খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি গণফোরামের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে গণফোরাম (একাংশ)। বুধবার (১২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরাম’র মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিএনপির চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘বেগম জিয়া বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ’।

এতে বলা হয়, বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। প্রহসনের নাটক করা হচ্ছে, যা স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।’ তারা এ ঘটনার প্রতিবাদ জানান।