জনগণ চাইলেই বিএনপি নিষিদ্ধ হতে পারে: হানিফ

মাহবুবুল আলম হানিফজনগণ চাইলে বিএনপি নিষিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, দলটি নিষিদ্ধ হবে কি না তা সময়ই বলে দেবে। বুধবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  তিনি এ সব কথা বলেন।
খালেদা জিয়াকে ইঙ্গিত করে হানিফ বলেন, যে নেত্রী দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, পাকিস্তানি ভাবধারায় চলেন, তাকে চিহ্নিত করুন।
এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ফখরুল বলেন, দেশে উন্নয়নের নামে লুটপাট হচ্ছে।  তার এ  বক্তব্যের জবাবে হানিফ বলেন, মির্জা ফখরুল নিজেই জানেন না, তার কাছে কোনটা সত্য। দেশের মানুষ জানে, কারা ক্ষমতায় থাকতে লুটপাট করেছেন।

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল—মির্জা ফখরুলের এ মন্তব্যের জবাবে হানিফ বলেন, কারা মুক্তিযোদ্ধা, কাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা জাতি জানে। নিজেদের লজ্জা ঢাকার জন্য মিনমিনে সুরে নিজেদের মুক্তিযুদ্ধের দল বলছে বিএনপি।

/পিএইচসি/আর/এমএনএইচ/