সরকারের অনুগত ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে: বাম জোট

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা এক বিবৃতিতে বলেছেন, ‘রাজনৈতিক মতৈক্য ছাড়া ঘোষিত নতুন নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা রাখার কোনও অবকাশ নেই। আশঙ্কা অনুযায়ী সরকারের আস্থাভাজন ও অনুগত ব্যক্তিদের নতুন নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারঘনিষ্ঠ সাবেক আমলাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন নির্বাচনকেন্দ্রীক সংকট সমাধান না করে বরং তা আরও ঘনীভূত করবে।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এসব কথা বলেন। 

বিবৃতিতে জোটের নেতারা বলেন, ‘নির্বাচন কমিশনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার। বিদ্যমান অবস্থায়  দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনও সুযোগ নেই। সে কারণে দেশে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন জরুরি।’

বিবৃতি প্রদান করেন– বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।