আ.লীগ-বিএনপিকে জনবিরোধী কাজ না করার আহ্বান

অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদকাউন্সিলকে সামনে রেখে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপিকে জনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এমাজ উদ্দিন আহমদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলটির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ড. আর এ গণি’র স্মরণ সভায় তিনি এ  আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন,সামনে বড় দুই দলের কাউন্সিল।আশা করব,এ সময় দলদু’টি জনস্বার্থবিরোধী কোনও কর্মকাণ্ড চালাবে না,যাতে জনগণ দুর্ভোগে পড়ে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন,‘রাজনীতি হচ্ছে জনগণের সমস্যা সমাধানের জন্য। তাই আপনারা এমন কোনও কর্মকাণ্ড করবেন না,যাতে সমস্যার সৃষ্টি হয়। কেননা,রাজনীতি সমস্যা সৃষ্টির জন্য নয়।’
গণতন্ত্রের কথা উল্লেখ করে সাবেক এ উপাচার্য বলেন,‘গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়। এ দেশে গণতন্ত্র থাকবে না এটা অবিশ্বাস্য। উন্নয়ন এবং গণতন্ত্র কোনও বিতর্কের বিষয় নয়।গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হলে উন্নয়ন হবেই। জাতীয় স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা কোনও দল বা সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবেন তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে,আপনারা কোনও রাজনৈতিক দলের নয়, জনগণের সেবক।’
আলোচনা সভায় বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেন,‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। এতোদিন বিএনপি এ কথা বলে আসছিল। এখন আমাদের কথা প্রধান বিচারপতিও বলছেন।’
সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর,সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

 

এসআইএস/এমএসএম