নির্বাচন কমিশনের কোনও রোডম্যাপই কাজ করবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিক, কোনও রোড ম্যাপ কাজ করবে না। কারণ নির্বাচনকালে সরকার পরিবর্তন ছাড়া বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ কোনও নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। সেটা জাতীয় নির্বাচন হোক কিংবা অন্য নির্বাচনেই হোক।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নেতা আছে বলেই এই সরকার বিএনপিকে এত ভয় পায়। নেতা আছে বলেই আজ বিএনপি উঠে দাঁড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সু-সংগঠিত হচ্ছে। সেই সঙ্গে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি সেই আন্দোলনকে সফল করবে।’

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী দল। সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল এটার প্রমাণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘটনা।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।