আমাদের কথাই সত্য প্রমাণিত হলো: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাইবান্ধার ঘটনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদের একটা মাত্র আসনে সর্বশক্তি দিয়েও নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচন বন্ধ করে দিয়েছে ইসি।’

তিনি বলেন, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হলো না হলো সে বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা বারবার যে কথাটা বলে এসেছি, সেটাই সত্য প্রমাণিত হলো। আমাদের আগ্রহ হলো সমগ্র দেশকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, দেশকে যারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, তাদের সরিয়ে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বিএনপির ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দলটির জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনে বিএনপির আন্দোলনের তৃতীয় পর্যায় শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। যেখানে লক্ষ মানুষের ঢল নেমেছে। ঢাকার মহাসমাবেশ সেটাকে ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করি। এভাবেই এই অবৈধ সরকারের পতন ঘটবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্ভিক্ষ হবে এটাই যদি হয়, তবে তিনি প্রধানমন্ত্রী আছেন কেন? তার উচিত দ্রুত ক্ষমতা ত্যাগ করা।’