বিরোধী দলের সভা-সমাবেশে অঘোষিত হরতাল দিয়েছে সরকার: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চ অভিযোগ করেছে, সরকার বিরোধী দলের সমাবেশের পথে-পথে হামলা, মামলা করে প্রশাসনের সহযোগিতায় অঘোষিত হরতাল দিয়েছে। মঞ্চের নেতারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হবার অধিকার সরকারের করুণা বা ইচ্ছাধীন বিষয় নয় বরং তা সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদ দ্বারা স্বীকৃত।

রবিবার (১৬ অক্টোবর) মঞ্চের শরিক গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের বৈঠকে এসব মতামত উঠে আসে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, সরকার রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে সীমাহীন লুটপাট চালিয়ে যাচ্ছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে ঢাল বানিয়ে সরকার তার নিয়ত লুটপাটকে জায়েজ করতে চাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দীপু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাাবিবুর রহমান রিজু প্রমুখ।