গোলাপবাগ মাঠে নির্মিত হচ্ছে মঞ্চ

অনেক নাটকীয়তার পর অবশেষে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ হয় রাজধানীর সায়দাবাদ এলাকার গোলাপবাগ মাঠে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে সমাবেশ স্থান নির্ধারণ হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জমায়েত হওয়া শুরু করেন। সন্ধ্যার মধ্যেই পুরো মাঠ পূর্ণ হয়ে যায়৷

সমাবেশের একদিন আগে স্থান নির্ধারণ হওয়ায় বিএনপির পক্ষ থেকে ছিল না মঞ্চ তৈরির প্রস্তুতি। তাই দেরি হলেও সন্ধ্যার পর মঞ্চ বানানো শুরু হয়। আর এই মঞ্চ তৈরিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল নেতাকর্মীদের মাঝে।

মঞ্চের কাজের তদারকি করা বিপ্লব নামে এক কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বিকালে আমরা জানতে পেরেছি আমাদের সমাবেশটা গোলাপবাগ মাঠে হবে। তাই আগে থেকে কোনও প্রস্তুতি ছিল না। এ ছাড়াও বিকালের দিকেই মাঠে লোকে পূর্ণ হয়ে যাওয়ায় মঞ্চ নির্মাণের জিনিসপত্র ঢোকাতে দেরি হয়েছে।’ মঞ্চ নির্মাণে ৭০ জন লোক আনা হলেও অন্য কর্মীরাও কাজে সহায়তা করছেন বলে জানান তিনি।

রাত ৮টার দিকে মঞ্চ তৈরির মালামাল আনতে দেখা গেছে। এর পরই মঞ্চ তৈরির কাজ শুরু হয়।