কড়াকড়ি নেই কমলাপুর স্টেশনে, মিছিল যাচ্ছে সমাবেশে

গণসমাবেশকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে কড়া নিরাপত্তা ও চেকপোস্ট বসিয়ে যাত্রীদের চেক করা হচ্ছিল। তবে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে চেক করা হচ্ছে না।

সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনে থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যেতে দেখা গেছে। ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে এই মিছিলটি আসে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন থেকে বের হওয়ার গেটের সামনে ডিউটি করছে রেলওয়ে পুলিশের একটি টিম। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ  এখনও চেক করা শুরু হয়নি। আর চেক করা হবে কিনা তাও বলতে পারেননি তারা।

সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট কাটার সময় জানতে চাওয়া হলেও ট্রেনের মধ্যে এবং কমলাপুরে কোনও চেক বা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি তাদের।

কমলাপুর রেলস্টেশনের সামনের রাস্তায় ডিউটি করছে শাহজাহানপুর থানার একটি টিম। তারা বলেন, ‌‘আমরা কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছি। তা ছাড়া কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না।’