‘ইসির আচরণ পক্ষপাতদুষ্ট, দুরভিসন্ধিমূলক’

রুহুল কবির রিজভীইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়ম, বিধি লঙ্ঘন, নির্বাচনী কর্মকর্তাদের বেআইনি কার্যকলাপ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি)অভিযোগ জমা দিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার কমিশনে গিয়ে এ অভিযোগ জমা দেন।
এদিকে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেছেন, ঢালাও কোনও অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট কোনও অভিযোগ এলে কমিশন তার ক্ষেত্রে ব্যবস্থা নেবে।
 অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের রিজভী বলেন,‘ইসি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অভিভাবকের ভূমিকা পালন করার কথা। সেখানে কমিশনের কর্মকর্তাদের আচরণ পক্ষপাতদুষ্ট এবং নি:সন্দেহে দুরভিসন্ধিমূলক।’
ইসিকে আজ্ঞাবহ অভিহিত করে তিনি বলেন,‘কমিশনের কোনও মেরুদণ্ড নেই। তারা নিজেদের কর্তৃত্ব বিলীন করে স্বাধীন সত্ত্বাকে ভুলে নির্বাহী বিভাগের ইচ্ছা পালন করছে।’
নির্বাচন নিয়ে একটি অভিনব ঘটনা ঘটছে অভিযোগ করে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোলায় বিএনপির একজন প্রার্থীকে তার ভোটার এলাকার পরিবর্তে অন্য এলাকায় স্থানান্তর করা হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,‘তফসিল ঘোষণার পর থেকে যা কিছু ঘটছে তার একটি সংক্ষিপ্ত চিত্র চিঠি আকারে ইসিতে জমা দিয়ে গেলাম। এ নিয়ে ইসির কোনও কার্যক্রম না থাকলেও দলিল রাখার জন্য এই অভিযোগ জমা দেওয়া হয়েছে।’
আগামী ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না বলে বিএনপি বারবার আশঙ্কা প্রকাশ করছে। পরবর্তী ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে এই অবস্থার আরও অবনতি হবে বলে রিজভী আশঙ্কা করেন।
/ইএইচএস/এসএম/এমএসএম