বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
দলটির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দীন দিদার মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে গুলশান গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।
পুলিশের কোনও অভিযান ছিল কিনা এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, গুলশান থানা পুলিশের কোনও অভিযান হয়নি। অন্য কেউ কোনও অভিযান পরিচালনা করেছে কিনা এ বিষয়টি আমার নলেজে নেই।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার আরও অভিযোগ করেন, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে এদিন রাত সাড়ে ১০টার দিকে শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।