নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ খেলাফত মজলিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির কোনও নেতা মনোনয়নপত্র দাখিল করেনি।

শনিবার (২ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে এমন গুজব ছড়ানো হচ্ছে, এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছি। সুতরাং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, গত ২৫ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরায় দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বংলাদেশ খেলাফত মজলিস কোনও মনোনয়ন ফরম বিতরণ করেনি এবং কাউকে নমিনেশন দেয়নি।