বিরোধী দলের যুগপৎ কর্মসূচিতে দুই ধারা?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লিফলেট প্রচারণা, ফুল বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করলেও এবার রাজপথে কর্মসূচি দিয়েছে বিএনপি ও তার সঙ্গে থাকা বিরোধী কয়েকটি রাজনৈতিক দল। তবে এই কর্মসূচি যুগপৎ ধারায় হচ্ছে না। 

রবিবার (২১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটসমূহের নতুন কর্মসূচি হচ্ছে। ২৬ জানুয়ারি (শুক্রবার) সারা দেশে সকল জেলা শহরে কালো পতাকা মিছিল এবং ২৭ জানুয়ারি (শনিবার) সকাল মহানগর শহরে একই কর্মসূচি থাকছে।

তিনি বলেন, “দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ‘এক দফা’ দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি ঘোষিত এই কর্মসূচির সঙ্গে মিল রেখে এলডিপির সভাপতি অলি আহমদও কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছেন। তবে যুগপৎ আন্দোলনের অন্যতম জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুক্র ও শনিবার কোনও কর্মসূচি রাখা হয়নি।

মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক রবিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডামি সংসদ বাতিলের দাবিতে ইতোমধ্যে ৩০ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ কর্মসূচি ছিল গত ১২ জানুয়ারি। ৭ জানুয়ারি নির্বাচনের পর ৯ ও ১২ জানুয়ারি যুগপৎ কর্মসূচি পালিত হয়।