খালেদা ও তারেকের মনোনয়নপত্র জমা


খালেদা জিয়া ও তারেক রহমানবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন রুহুল কবির রিজভী ও মো.শাহজাহান।
বিএনপির শীর্ষ ওই দুই পদে খালেদা ও তারেক ছাড়া আর কেউ মনোনয়নপত্র নেননি। এতে করে এই দুজনই আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মার্চ মনোনয়নপত্র জমা, ৫ মার্চ যাচাই-বাছাই ও ৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

উল্লেখ্য, আগামি ১৯ মার্চ হবে নির্বাচন। ওই দিনই বিএনপির জাতীয় কাউন্সিল। 

এসটিএস/এপিএইচ/