বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন, সরকারকে খেলাফত মজলিস

নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ   জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবন চরম দুর্ভোগে কাটছে। মানুষ দিশেহারা। আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। ঠিক সেই মুহূর্তে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের একগুয়েমি মনোভাবের বহিঃপ্রকাশ। এ সরকার জনগণবান্ধব নয়। রমজানের আগে এভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা কোনোভাবেই দেশের মানুষ মানতে পারে না।’

জালালুদ্দীন আহমদ বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেবে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এর মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। খেটে খাওয়াসহ স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়বে। জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি ও কলকারখানা উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। যার কারণে গোটা বাজার ব্যবস্থা টালমাটাল হতে পারে।’