৩ নেতাকর্মীর সন্ধান দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্র শিবিরযশোরে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের পাঁচ দিন পরও আদালতে না তুলে গুম করে রাখার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় বাড্ডার নতুনবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের শাখা সেক্রেটারি জেনারেল মাহমুদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদ বলেন, যশোরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে শিবিরের গোপন আস্তানা আখ্যা দিয়ে তিন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ।  তাদের ছবি মিডিয়াতেও এসেছে।  অথচ আজ পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের আদালতে হাজির না করে গুম করে রাখা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, একের পর এক ছাত্রকে গুম করে এই সরকার গুম সরকারে পরিণত হয়েছে। নড়বড়ে ক্ষমতার ভীত কিংকর্তব্যবিমূঢ় সরকার আজ পাগলপ্রায়!  নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকও তাদের কাছে বাংকার মনে হয়!

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,  অনতিবিলম্বে গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের আদালতে হাজির করুন। তাদের নিয়ে কোনও ঘৃণ্য ষড়যন্ত্র ছাত্রসমাজ মেনে নেবে না।

এসময় মিছিলে শাখা দফতর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এফএস/