বিএনপির গঠনতন্ত্রে সংশোধনী আসছে


বিএনপির দলীয় পতাকাবিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বর্তমান মেয়াদে শেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই সাংবাদিকদের ব্রিফ করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বৈঠকের অন্যতম আলোচনার বিষয় হল আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের প্রস্তুতি এবং সদস্যদের দিকনির্দেশনা দেওয়া। দ্বিতীয়ত: দলীয় গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো স্থায়ী কমিটি অনুমোদন করার পর কাউন্সিলে উত্থাপন হবে। যদি কাউন্সিল সেগুলো গ্রহণ করে তাহলে তা দলীয় গঠনতন্ত্রে সংশোধনী হিসেবে গৃহীত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেটা বিএনপির বর্তমান কমিটির শেষ বৈঠক।
বৈঠকে সভাপতিত্ব করছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ সভায় স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। কেননা, কমিটি গঠন হওয়ার পর দীর্ঘ ছয় বছর ধরে স্থায়ী কমিটির সদস্যরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেছেন। সভায় শোক প্রস্তাব আনা হয়েছে প্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নামে। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠক আরও প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবধি চলতে পারে।

২০০৯ সালে ৮ ডিসেম্বর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রায় ছয় বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে কাউন্সিলকে সামনে রেখে বৃহস্পতিবার রাতেও গুলশানের কার্যালয়ে কর্মযজ্ঞ ছিল। উপস্থিত রয়েছে অসংখ্য নেতাকর্মী।

 

/এসটিএস/এনএস/এমএসএম