বাংলা ট্রিবিউনকে কামরুল হাসান নাসিম

আগামী নির্বাচনে ৬০-৭০ আসনের দিকে তাকিয়ে আছেন খালেদা জিয়া

কামরুল হাসান নাসিমনিজেকে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে কামরুল হাসান নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদে ৬০-৭০ টি আসনের দিকে তাকিয়ে আছেন।
শুক্রবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির ১৯ মার্চের কাউন্সিল ঠেকানোর কথা বলেছিলেন আসল বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম। এ প্রেক্ষিতে তার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এটি তো আবেগের প্রশ্ন। আমি চাই না বিএনপির নেতাকর্মীরা কষ্ট পাক। তবে আমার পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত আছে। সেটি আগামী দিনেও চলবে।’
নাসিম বলেন, ‘আমি দাবি করছি, এখন যে ধরনের রাজনীতি করা হচ্ছে তা ব্যক্তিকেন্দ্রিক। নিজেদের করা সামাজিক অন্যায় (মামলা) থেকে পরিত্রাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০/৭০ টি আসন নিয়ে বিরোধী দল হওয়ার জন্যই বর্তমানের ‘অগণতান্ত্রিক ও অবৈধ নেতৃত্ব’ তাকিয়ে আছে।
নাসিমের দাবি ‘এ প্রক্রিয়া চলতে থাকলে তা বিএনপিকে শুধুই দুর্বল  করবে না, নিজেদের সন্তানকে গলা টিপে হত্যা করার মতোই কিছু হবে। কিন্তু রুগ্ন, অসুস্থ, বিবর্ণ চিন্তায় পরিবেষ্টিত ও চাকুরে কিছু রাজনীতিকের একের পর এক নাটকীয় রাজনীতি অনেক কিছুকে সহজ করছে না।’




নাসিম বলেন, ‘দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান বানানোর চেষ্টায় অর্থাৎ একই দলে মা ও পুত্রকে এক রকম জোর করে দলের শীর্ষ দু’টি পদ নিজেদের করে রাখার বন্দোবস্তে যে সকল আমলাধারী রাজনীতিকদের দেখা গেছে-জাতীয়তাবাদী জনতার আদালতে তাঁদের বিচার আসন্ন। এমন সংস্কৃতির নাম গণতন্ত্র নয়।
কামরুল হাসান নাসিম আরও বলেন,‘রাজনৈতিক আদর্শিক যে লড়াইটা শুরু করেছি এর চূড়ান্ত রূপ দলীয় বিপ্লবের মধ্য দিয়েই শেষ হবে। এখানে দলের পক্ষ থেকে ব্যক্তি বিশেষের ডাকা আহুত কাউন্সিল ‘কথিত’ হলেও সারাদেশের বড় একটা অংশের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে এই কাউন্সিল প্রতিহত করার চেষ্টায় যাই নাই। এক কথায় কাউন্সিল ‘কথিত’ হলেও ঠেকানোর চেষ্টায় উৎসাহিত হই নাই।’

তিনি বলেন, ‘দলের সব পর্যায়ের সমর্থনকে বিবেচনায় এনে কাউন্সিলরদের আবেগে আঘাত করে দলীয় বিপ্লবের চলমান প্রক্রিয়াকে অন্তত ১৯ মার্চ ২০১৬ পর্যন্ত স্থগিত করেছি বা রেখেছি। কিন্তু বাস্তবতা হলো, গেল ২০ বছরের কাউন্সিলরদের মাধ্যমেই দল পুনর্গঠন করা হবে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বসবে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত। আর তেমন কিছু ‘কথিত’ কাউন্সিল সমাপ্তির পর হতেই চাঙ্গা হয়ে উঠবে। সেই লক্ষ্যে এখনও পর্যন্ত গেল ২০ বছরের কাউন্সিলরদের কাছে চিঠি যাচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি-‘বিপ্লব’ দিন ক্ষণ দিয়ে হয় না।’

 

এসটিএস/এমএসএম