বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা জিয়া

খালেদা জিয়াসকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন হয়ে গেলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল সম্মেলন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে দলের চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পাশের সোহরাওয়ার্দী উদ্যানে জেলা নেতারাও দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ঠিক সকাল ১০টা ৪৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বিএনপির বহু আকাঙ্ক্ষিত জাতীয় সম্মেলনের। জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এরপর দলীয় সংগীত গেয়ে শোনান দলীয় শিল্পীরা। এসময় কয়েকটি সাদা পায়রা উড়িয়ে দেন খালেদা জিয়া। দলীয় সংগীতের সময় খালেদা জিয়াসহ দলীয় নেতারা দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় করতালি দিয়ে উপস্থিত অতিথি, কাউন্সিলররা শুভেচ্ছা জানান।

এর আগে খালেদা জিয়া সকাল ১০টা ৪৪ মিনিটে সম্মেলন চত্বরে এসে পৌঁছান।  জাতীয়, দলীয় ও কাউন্সিল উপলক্ষে সংগীত পরিবেশন করার পর মূলপর্ব শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক ২ মিনিট তেলাওয়াত করেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত সারাদেশে শহীদ ও নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সম্মেলন সঞ্চালনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তবে নীরবতা পালনের সময় উপস্থিত নেতাকর্মীরা নীরব ছিলেন না। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা নিয়েই ব্যস্ততা ছিল তাদের। এরপর বিদেশি মেহমানদের পরিচয় করিয়ে দেন নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, সরকারের নানা সীমাবদ্ধ সত্ত্বেও কয়েকটি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা এসেছেন। এর মধ্যে বারবারা মিলার, মিস মিকুলাসহ অনেকে আছেন।

শামা জানান, অনেকে ই-মেইল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মিস্টার বিজয় জলি, বিজেপির এক নেতার ভিডিওবার্তাও প্রচার করা হবে কাউন্সিলে।

 

/এএইচ/