আবারও সংলাপের আহ্বান

নরক যন্ত্রণার ভয়ে অনেকেই ক্ষমতা ছাড়তে চায় না: খালেদা

বিএনপির কাউন্সিলে খালেদা জিয়াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনি বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ইঙ্গিত করে বলেছেন, ‘নরক যন্ত্রণার ভয়ে অনেকেই ক্ষমতা ছাড়তে চায় না। তবে আমি বলতে চাই, আমরা ক্ষমতায় গেলে কাউকে অহেতুক হয়রানির শিকার করা হবে না।’
শনিবার দুপুরে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন। খালেদা জিয়া সরকারের কাছে প্রশ্ন করেন, ‘দমন পীড়ন কি কখনও রাজনীতি হতে পারে? কোনও দল ও মতকে কখনও নিশ্চিহ্ন করা যায় না। আমি আশা করব সবার শুভবুদ্ধির উদয় হবে। আমি একটি সংলাপের আহ্বান জানিয়ে আসছি। সেই সংলাপের মাধ্যমে আমরা ঠিক করব কিভাবে একটি অবাধ নির্বাচন করা যায়। আমি তাদের আবারও সংলাপের আহ্বান জানাচ্ছি। হয়তো কেউ নরক যন্ত্রণার ভয়ে ক্ষমতা ছাড়তে ভীত। তবে আমি বলতে পারি আমরা ক্ষমতায় গেলে কেউ অহেতুক হয়রানির শিকার হবে না।’
তিনি বলেন, ‘আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাই না। জবাবদিহিতামূলক একটি সরকার গঠনের কথা বলছি। সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি।’
জনগণের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘জনগণ জেগে উঠুন, আপনাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা ছিনিয়ে নিয়ে আসুন।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আগে নিজেরা ঐক্যবদ্ধ হোন, তারপর জনগণকে ঐক্যবদ্ধ করুন।’
/এআরআর/এফএস/