যশোরে বিএনপি নেতা হত্যায় ফখরুলের নিন্দা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরযশোর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
গত শুক্রবার বাড়ি ফেরার পথে ধারালো দিয়ে ফেরদৌসকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরক্ষণেই বিএনপি’র ওই নেতার মৃত্যু হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটারবিহীন সরকারের নির্মম কর্মকাণ্ডে দেশবাসী এখন কেবল দীর্ঘশ্বাস ফেলছে। দেশে হত্যা, গুম ও অপহরণের মতো পৈশাচিক ও অমানবিক কর্মকাণ্ড ঘটলে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না করায় দুস্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, স্বজনহারাদের আর্তনাদে দেশের আকাশ বাতাস এখন ভারী হয়ে উঠেছে। সংঘটিত বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
/এসএনএইচ/