প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের বৈঠক

pm_rowsonপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক আলাপ হয়নি। ময়মনসিংহ বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। বিভাগে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। পাশাপাশি ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, ড্রেজিংয়ের মাধ্যমে তার নাব্যতা ফিরিয়ে আনার বিষয়েও আলাপ করেছি।
এর আগে, গত রবিবার রওশন এরশাদ সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি এরশাদকে গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিকভাবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির সম্মেলন পেছানোর কথাও বলেন।
/ইএইচএস/এমও/এএইচ/