রওশন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান: এরশাদ

এরশাদ-রওশনবিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান করার কথা জানালেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ সিদ্ধান্ত জানান। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রংপুরে এক সভায় এ সিদ্ধান্ত জানান এরশাদ। এরপর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ফোন করা হলে এরশাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বলব।’
জানতে চাইলে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরকম একটি প্রস্তাব আমি তিন চারদিন আগে স্যারকে দিয়েছিলাম। উনি চেয়েছিলেন, একটি স্ট্যটাস দিতে। তো হতে পারে। তবে আমি এখনও নিশ্চিত না।’
দলীয় সূত্র জানায়, রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করার পেছনে আগামী ১৪ মে কাউন্সিলকে সফল করার উদ্দেশ্য রয়েছে এরশাদের। গত পরশু দিন রওশন কাউন্সিল পেছানোর দাবি করেছিলেন। এরপরই এরশাদ তার স্ত্রীকে একটি সম্মানজনক পদে বসানোর চিন্তা করেন বলে জানা যায়।
/এসটিএস/এফএস/এজে/