গোপন শত্রুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের





ওবায়দুল কাদেরআওয়ামী লীগের এখন প্রকাশ্য শত্রু না থাকলেও গোপন শত্রু রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা মনে করার কারণ নেই আমাদের গোপন শত্রুরা তৎপরতা বন্ধ করে চুপচাপ বসে আছে। সম্মেলনকে সামনে রেখে গোপন শত্রুদের ব্যাপারে সর্তক থাকতে হবে।’ শনিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এ বর্ণাঢ্য আয়োজন সম্মেলন সুন্দরভাবে শেষ হোক, এটা কি তারা চাইবে? আমি সবাইকে বলব, এ গোপন শত্রু ও সাম্প্রদায়িক উগ্রবাদের ব্যাপারে সর্তক থাকতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘ভারতের ওপর হতাশ হয়ে বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিএনপি মনে করছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। জনগণের প্রতি তাদের কোনও আস্থা নেই। শেখ হাসিনার সরকারের সব কর্মকাণ্ড হচ্ছে এ দেশের জনগণের ওপর নির্ভর করে পরিচালিত।’
১২ অক্টোবরের মধ্যে দলের ব্যানার ও বিলবোর্ড ছাড়া বাকিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন সংক্রান্ত তোরণ, দেয়াললিখন, পোস্টার, বিলবোর্ড ও ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং প্রয়াত জাতীয় নেতা ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।’ তিনি বলেন, ‘সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাকে শাস্তি পেতে হবে। দল করলে দলের নিয়ম মানতে হবে।’
মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব মির্জা আজম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/