‘সাবেক প্রধানমন্ত্রী দেশের পায়ে কুড়াল মেরেছেন’

আলোচনা সভায় ডা. দিপু মনিবিএনপি নেত্রী খালেদা জিয়াকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি বলেছেন, ‘তিনি দেশের পায়ে কুড়াল মেরেছেন। দেশকে তিনি অনেক অনেক বছর পিছিয়ে দিয়েছেন।’ 

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বিজয়ের ৪৫ বছর উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

‘বিএনপির চেয়ারপারসন মুর্খ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি(খালেদা জিয়া) যখন ক্ষমতায় ছিলেন তখন সাবমেরিক ক্যাবলের সঙ্গে দেশের যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তিনি মনে করেছিলেন দেশের গোপন তথ্য সব বের হয়ে যাবে। তাই তিনি সে সুযোগ কাজে লাগাননি।’ 

দিপু মনি আরও বলেন, ‘তিনি ক্ষমতায় থাকাকালীন ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি মনে করেছিলেন, গ্যাস পাইপ লাইন দিয়ে সেনাবাহিনী ঢুকে পড়বে। তাই সেটা তিনি করতে দেননি। এসব মুর্খতা ছাড়া কিছুই নয়।’ 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে নিয়ে সবসময় ভাবেন। কীভাবে দেশ এগুবে সেটা নিয়ে সুদুরপ্রসারী চিন্তাভাবনা করেন।’

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।

আরও পড়ুন- 


‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/আরএআর/এফএস/