‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে’

ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আন্দোলনের নামে সহিংসতা করতে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর মানিকা মিয়া এভিনিউয়ে বিএরটিএ-এর  জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে-বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমি তো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যেকে সরকারের দালাল বলে অভিহিত করে। নিজের মধ্যে (বিএনপি) এত সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা! যাই হোক অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না।’

তিনি আরও বলেন, ‘মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখিছি। সেটা আমার মনে নাই। উনিও আন্দোলনে নামুক না। উনার (মওদুদ) যখন ইচ্ছা আন্দোলন করুক না, আমরা (আওয়ামী লীগ) তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’  

 /পিএইচসি/এসটি/

আরও পড়ুন: যারা সরাসরি যুদ্ধ করেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা: নৌমন্ত্রী