জালেম সরকারের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া: হানিফ

মাহবুব উল আলম হানিফআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের মন্তব্য, ‘জালেম সরকারের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া।’ বুধবার (২১ জুন) বিকালে রাজধানীর পোস্টাল অডিটোরিয়ামে ডাকবিভাগ কর্মচারী ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া, আপনার দলের নেতাকর্মীরা আপনার নির্দেশে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। দেশের মা-বোনদের জীবনকে বিপর্যস্ত করেছে। কিন্তু আপনি তখনও কোনও প্রতিক্রিয়া দেননি বরঞ্চ পৈশাচিক উল্লাস করেছেন। আসলে আপনি ছিলেন জালেম সরকারের প্রধান। আয়না নিয়ে নিজের চেহারায় তাকালে সেই প্রমাণ পাবেন।’
‘বিএনপিকে দুর্বল করতে ত্যাগী নেতাকর্মীদের সরকার গুম ও খুন করেছে। সরকার পরিবর্তন হলে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়া যাবে’— খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘এই সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার। দেশের উন্নয়ন করে জনমনে আশার সৃষ্টি করেছে। জনগণ বিশ্বাস করে যে, কেবল এই সরকার এলেই দেশের উন্নয়ন সম্ভব। কিন্তু সুযোগ পেলেই আপনি অযাচিতভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। পুনরায় ক্ষমতায় এসে দেশে হত্যা, জ্বালাও, পোড়াও ও ভাঙচুর করে দেশে ধ্বংসযজ্ঞ চালানোর স্বপ্ন দেখছেন। কিন্তু জনগণ কোনোদিন এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না।’
খালেদা জিয়ার সমালোচনা করে তার উদ্দেশে হানিফ আরও বলেন, ‘আসলে আপনার মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা নেই, দেশের মানুষের প্রতি কোনও মমতা নেই। আপনার যত প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সব পাকিস্তানের প্রতি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকবিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ ডাকবিভাগের কর্মচারী ইউনিয়নের নেতারা।

/পিএইচসি/জেএইচ/