নির্বাচন ভণ্ডুল করতে ষড়যন্ত্র হচ্ছে : খালিদ মাহমুদ

স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভায় আ. লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীএকাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আরেকটি ১/১১ এর ষড়যন্ত্র হচ্ছে।’ রবিবার (১৬ জুলাই) ‘শিক্ষক নির্যাতন’ ও ‘শেখ হাসিনার গ্রেফতার দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন খালিদ মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

আলোচনা সভায় খালিদ মাহমুদ বলেন, ‘১/১১ এর ওই সরকারের যারা সহযোগী ছিল, তারা এখনও আমাদের আশেপাশে আছে। এদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ক্ষমা করতে পারি কিন্তু ভুলতে পারি না।” ওই সহযোগীদের চিহ্নিত করে রাখতে হবে, ভোলা যাবে না।’ ২০০৭ সালের এই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন বিনা ওয়ারেন্টে দানবীয় কায়দায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। পরে জনগণের তুমুল প্রতিবাদে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে খালিদ মাহমুদ বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেখা করতে যেতে পারেন না।’ শিক্ষকদের কল্যাণে নেওয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান।

পিএইচসি/এএম