প্রধান বিচারপতি পদত্যাগ না করলে আন্দোলন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (ফাইল ছবি)প্রধান বিচারপতি নিজ থেকে পদত্যাগ না করলে, শোকের মাস আগস্টের পর সেপ্টেম্বরের শুরু থেকে তার অপসারণে আইনজীবীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার আইনজীবীদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান বিচারপতির উদ্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুল বলেন, ‘বিএনপির সঙ্গে বন্ধুত্ব করে, বিএনপির সুরে কথা বলে, মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে আঁতাত করে বেশি দিন থাকতে পারবেন না।’
আইনজীবী সমিতি ভবনের জিল্লুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় কামরুল আরও বলেন, ‘প্রধান বিচারপতির যদি সামান্যতম জ্ঞান থাকে, সামান্যতম বুঝ থাকে, আশা করি তাহলে তিনি স্বেচ্ছায় চলে যাবেন।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

/ইএইচএস/এমও/