‘বন্যা যতদিন থাকবে সরকারের ত্রাণ কার্যক্রম ততদিন চলবে’

 

দিনাজপুর জেলার বিরল উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীবন্যায় যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার বাড়ি-ঘর মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা যতদিন থাকবে, সরকারের ত্রাণ কার্যক্রমও ততদিন থাকবে।’ শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এবারের বন্যায় কেউ না খেয়ে মারা যায়। এমন কেউ নেই যিনি চিকিৎসা সেবা পায়নি।’ তিনি বলেন, ‘বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না। তারা এখন বন্যা ও রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে। তাদের কথাও কাজে কোনও মিল নেই। যখন যা পাচ্ছে, তাই নিয়ে রাজনীতি করছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতেও প্রত্যাখ্যান করবে।’ বন্যাদুর্গত এলাকায় ব্যাংক ঋণের ওপর সুদ স্থগিত করা হয়েছে বলেও তিনি এসময় উল্লেখ করেন। 

এ সময় তিনি বন্যাদুর্গদের মাঝে ৮৮ বান্ডিল টিন, পরিবার-প্রতি নগদ ৩ হাজার টাকা করে তিন লাখ টাকা বিতরণ করেন।