‘কারাগারের রোজনামচা’ পড়া উচিত ছিল খালেদা জিয়ার: মেনন

আওয়ামী বাস্তুহারা লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন (ছবি: সাদ্দিফ অভি)কারাগারে বিভিন্ন সুবিধা চাওয়ায় খালেদা জিয়ার সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পড়া উচিত ছিল। এটা পড়লে উনি বুঝতে পারবেন বঙ্গবন্ধুর সময়ে রাজনীতি ও কারাগারের পরিস্থিতি কেমন ছিল।” আওয়ামী বাস্তুহারা লীগের আয়োজনে আলোচনা সভা হচ্ছিল সেখানে।

সমাজকল্যাণমন্ত্রীর ভাষ্য, “খালেদা জিয়ার কাছে ‘কারাগারের রোজনামচা’ বইটি পাঠানো উচিত। তিনি বাসায় যে সুবিধা পেতেন তা কারাগারেও নিচ্ছেন। সেখানে ব্যক্তিগত পরিচারিকা পেয়েছেন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু তিনি এসব চাননি।”

রাশেদ খান মেননের মন্তব্য, ‘যুদ্ধাপরাধীদের বিচার করে সরকার বিএনপির কলিজায় হাত দিয়েছে।’ তার কথায়, ‘আগামীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ইন্দোনেশিয়ার মতো হয়ে যাবে দেশ। ইন্দোনেশিয়ায় ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। একইভাবে তারা আবারও ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে।’

বাস্তুহারাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাস্তুহারাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন খান। সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।