নির্বাচন কারও জন্য থেমে থাকবে না: কামরুল

নির্বাচন কারও জন্য থেমে থাকবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা তাদের বিষয়। আদালত সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা। নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা (বিএনপি নেতারা) যদি বিএনপির অস্তিত্ব বিলীন না চান তাহলে নির্বাচনে অংশ নিন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি উচ্ছৃঙ্খলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল বলেন, ‘বিএনপি তাদের শান্তিপূর্ণ কর্মসূচির নমুনা জেলা প্রশাসকের কার্যালয়ে দেখিয়েছে। তারা যে উচ্ছৃঙ্খল তার বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি হাতে পেতে যে বিলম্ব তার জন্য দায়ী তার দলই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা রায়ের কপি হাতে পেতে দেরির জন্য সরকারকে দায়ী করে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের আইনজীবী সার্টিফাইড কপির জন্য আবেদন করে নাই। দু’দিন পর তারা আবেদন করেছে। তারা অহেতুক দেরি করেছে। ডিভিশনের ক্ষেত্রেও তারা একই কাজ করেছে। এগুলো করেছে শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। অহেতুক একটা ধুম্রজাল সৃষ্টি করতে চায় তারা। রায়ের কপি তারা পাবে আদালতের নির্ধারিত সময়েই। এখানে সরকারের কিছু করার নেই, এটা আদালতের বিষয়।’