ওবায়দুল কাদেরের মা আর নেই



বেগম ফজিলাতুন্নেসা (ছবি: সংগৃহীত)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা আর নেই। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাইহি রাজিউন)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাছের এ তথ্য জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি ৪ পুত্র, ৬ কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।
আবু নাছের বলেন, ‘মঙ্গলবার জোহর নামাজের পর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’ তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।’
এদিকে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, ওবায়দুল কাদের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।