গাজীপুরে দলীয় নেতাকর্মীদের ‘নির্বাচনি মুডে’ আসার তাগিদ আ. লীগ নেতাদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগগাজীপুর সিটি নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের সিরিয়াসহ হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। একইসঙ্গে ঈদের আনন্দে গা-ছাড়া ভাব ছেড়ে ‘নির্বাচনি মুডে’ আসার তাগিদ দেওয়া হয়েছে। রবিবার (১৭ জুন) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন।  বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বৈঠক থেকে তারা গাজীপুরের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্যাহ খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা। তাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতারা নির্বাচন সক্রান্ত বিভিন্ন ব্যাপারে জানতে চেয়েছেন। কোথাও সমস্যা রয়েছে কিনা বা ঈদের আনন্দের কারণে নির্বাচনি প্রচারণায় ভাটা পড়ছে কিনা, সে সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্রীয় নেতারা বলেন, কোনোভাবেই নির্বাচন নিয়ে গা-ছাড়া ভাব দেখানো যাবে না।  

কেন্দ্রীয় নেতারা বলেন, গাজীপুর নির্বাচন সক্রান্ত বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। গাজীপুরের বিভিন্ন দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। বৈঠকে উপস্থিত নেতারা জানান, বৈঠক থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের দ্রুত ঢাকায় আসতে তাগিদ দিয়েছি। আগামীকাল (১৮ জুন) গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আবারও বসবেন কেন্দ্রীয় নেতারা। সকালে ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাজীপুর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দলীয় সভাপতির কার্যালয়ে বসে আমরা কথা বলেছি।’ তিনি বলেন, ‘ওই বৈঠক থেকে প্রার্থী জাহাঙ্গীর আলম ও আজমত উল্লাহর সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি জেনেছি আমরা। সবাইকে ঈদের আনন্দের মুড ছেড়ে নির্বাচনি মুডে আসার অনুরোধ করেছি।’    

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন।

উল্লেখ্য, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।