গাজীপুর সিটি নির্বাচনে আ. লীগের প্রচারণা শুরু বৃহস্পতিবার

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে প্রচারণায় নামছে  ১৪ দল। আগামী বৃস্পতিবার থেকে রবিবার (২১ থেকে ২৪ জুন) পর্যন্ত ১৪ দলের নেতারা বিভিন্ন টিমে ভাগ হয়ে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় তারা এই প্রচারণা চালাবেন। সোমবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদের সভাপতিত্বে সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিকসহ জোটের নেতারা বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।’