বিএনপি ও জামায়াতের সম্পর্কে মান-অভিমান চলছে: হাছান মাহমুদ

আলোচনা সভায় হাছান মাহমুদ, ছবি: ফোকাস বাংলাবিএনপি-জামায়াতের সম্পর্কে মান অভিমান চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার (৬ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াতের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আসলে সম্পর্কে কোনও চিড় ধরেনি। বিএনপি-জামায়াতের সম্পর্ক এতই মধুর যে এখন একটু মান-অভিমান চলছে মাত্র। কারণ, সামনে যে নির্বাচন তা নিয়ে একটু দরকষাকষি হচ্ছে। গভীর প্রেমে যেমন মান-অভিমান হয়, তাদের মধ্যেও তেমন চলছে।’
খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাকর্মীরাই ষড়যন্ত্রে লিপ্ত এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘যেই দলের নেতারা বলেন খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে এবং খালেদা জিয়া জেলে থাকলে তাদের লাভ হবে, তারাই ষড়যন্ত্র করছে। আমি রিজভী সাহেবকে অনুরোধ করে বলছি, খালেদা জিয়াকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের থেকে এই মুক্তি প্রক্রিয়া মুক্ত রাখুন। এতে আমি আশা করি আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে আপনারা কিছুটা লাভবান হবেন।’
তিনি আরও বলেন, ‘পেট্রোলবোমা দিয়ে মানুষ মারার সময় আপনারা উদ্বিগ্ন হন নাই কেন? তখন আপনাদের দেখা যায় নাই কেন? আসলে আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করতে চাচ্ছেন। কোনও ষড়যন্ত্রে কাজ হয় নাই। এখন বিএনপি ১/১১-এর কুশীলবদের সঙ্গে মিলে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’