হাজারীবাগকে মডেল আবাসিক এলাকা করার প্রতিশ্রুতি তাপসের

প্রচার চালাচ্ছেন ফজলে নূর তাপাসরাজধানীর হাজারীবাগকে একটি মডেল আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচার চালাচ্ছেন শেখ ফজলে নূর তাপস। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের এই মনোনীত প্রার্থী মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড  এলাকায় প্রচার চালাচ্ছেন।

ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।

তার নির্বাচনি এলাকার ছয়টা ওয়ার্ডের তিন লক্ষাধিক ভোটারের জন্য জন্য একটি আধুনিক আবাসিক এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি জানাচ্ছেন এলাকাটির বর্তমান সংসদ সদস্য।

নির্বাচনি প্রচারে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাভিত্তিক মুরুব্বিদের মাধ্যমে ভোট প্রার্থনা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

প্রচার চালাচ্ছেন ফজলে নূর তাপাসফজলে নূর তাপস বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করছে। আমার নির্বাচনি এলাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এই উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সময়ে করা উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরছি।’

ঢাকা-১০ এলাকার ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা হিসেবে তিনি বলেন, যানজট নিরসনে মেট্রোরেলের সংযোগ ধানমন্ডি ২৭ থেকে সায়েন্স ল্যাব মোড় হয়ে নিউমার্কেট দিয়ে নিয়ে যেতে চাই। যানজট নিরসনে ধানমন্ডি ২নং সড়ক থেকে নিউমার্কেট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ,  হাজারীবাগে ট্যানারি শিল্পের খালি জমিতে মডেল আবাসিক এলাকা নির্মাণ, শহীদ শামসুন্নেছা আরজু মনি মা ও শিশু হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, কাঁটাবনে বহুতল শহীদ লে. কমোডর মোয়াজ্জেম হোসেন কমিউনিটি সেন্টার নির্মাণ, বহুতলবিশিষ্ট হাজারীবাগ কমিউনিটি সেন্টার নির্মাণ ও ব্যবসায়িক প্রাণকেন্দ্র নিউমার্কেটে বহুতল পার্কিংলট নির্মাণ করতে চাই।

সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে ফজলে নূর তাপস নির্বাচনি প্রচারে নেমেছেন। প্রথম দিনে ১৮ নম্বর ওয়ার্ডে ও দ্বিতীয় দিন আজ ২২ নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন তিনি। প্রতিটি ওয়ার্ডের জনগণের কাছে নির্বাচনের আগে অন্তত তিনবার করে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।