জবি ছাত্রলীগের সম্মেলন আজ

জবির ছাত্রলীগের সম্মেলনজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলন হবে আজ শনিবার (২০ জুলাই)। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধনের করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজুওয়ানুল হক চৌধুরী শোভন এবং প্রধান বক্তব্য সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। 
অন্যান্য অতিথিদের মধ্যে থাকার কথা রয়েছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের কাযনির্বাহী সদস্য কাজী নজীবুল্লাহ হিরু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের।

সম্মেলন উপলক্ষে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটি। এ বিষয়ে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ । সবাই মিলে চেষ্টা করছি সম্মেলনকে সফল করতে। আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাইফুল আলম মুজাহিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে আমরা অতিরিক্ত ফোর্স সংযুক্ত করেছি। ক্যাম্পাসে যাতে কোনও প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আমাদের কড়া নজর আছে । আমরা সতর্ক অবস্থানে আছে।’ 

প্রসঙ্গত, চলতি বছর ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের জেরে জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্তির প্রায় ৫ মাস পর সম্মেলন হতে চলেছে।