সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা

সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। সম্রাটের মুক্তির দাবিতে তাদের স্লোগান দিতে দেখা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সম্রাটকে আদালতে হাজির করার পর নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপরেই তাদের সিএমএম আদালতের গেটের বাইরে রেখে গেট আটকে দেওয়া হয়।

সম্রাটের মুক্তির দাবিতে আদালতের সামনে যুবলীগের নেতাকর্মীরা ‘মুক্তি চাই, মুক্তি চাই সম্রাট ভাইয়ের মুক্তি চাই’, ‘রাজপথের সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই’—এমন নানা স্লোগান দিতে শোনা গেছে।

মঙ্গলবার সকালে সিএমএম আদালত চত্বরে সম্রাটের মুক্তি পরিষদ সংগঠন থেকে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘সম্রাট খুবই অসুস্থ। মানবতার জননী তাকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত কর্মী ঢাকার রাজপথের সাহসী বীর ইসমাইল হোসেন সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই।’

সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়েছেডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ইকবাল হোসেন বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা তাদের বাইরে রেখে গেট আটকে দিয়েছি।’