শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে: চিফ হুইপ

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিজাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোনও মন্ত্রী না হয়ে একজন সংসদ সদস্যকে সভাপতি নির্বাচিত করার পদ্ধতি প্রবর্তন করতে সক্রিয় ভূমিকা রেখেছেন।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মনিপুরি পাড়া এলাকায় গণপূর্ত বিভাগের কর্মচারী ও সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের জন্য দুটি ৯তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর দেশে সংসদীয় পদ্ধতি অকার্যকর হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আবারও পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব হয়েছিল। জাতীয় সংসদ কার্যক্রম বিশেষ করে আইন প্রণয়নে তার ভূমিকা অন্যান্য প্রধানমন্ত্রী থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের জন্য সংসদ সদস্য ভবন নির্মাণ করে দিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছেন।’

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।