আমরা খারাপ কাজে সম্পৃক্ত থাকি না: ছাত্রলীগ সভাপতি

বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কখনও খারাপ কাজে সম্পৃক্ত থাকে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়৷ তিনি সাংবাদিকদের ছাত্রলীগ নিয়ে ইতিবাচক লেখার অনুরোধও জানিয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তৃতীয় দিনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ওই মন্তব্য করেন তিনি৷

ছাত্রলীগ সভাপতি তার বক্তব্যে বলেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে করে বলবো যে, ছাত্রলীগের ইতিবাচক লেখাগুলো লিখবেন৷ আমরা এত বড় ছাত্র সংগঠন৷ আমরা শুধু কথা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য৷ আমরা কিন্তু কোনও খারাপ কাজে কখনও সম্পৃক্ত থাকি না৷ শুধু একটি কাজে সম্পৃক্ত থাকি, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, তাদের হঠানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেই৷

তিনি আরও বলেন, হুশিয়ারি করে বলতে চাই, ছাত্রলীগ কিন্তু মাঠে আছে৷ এসব নাম সর্বস্ব সংগঠনকে উড়িয়ে দেওয়ার মতে ক্ষমতা ছাত্রলীগের আছে৷ আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী৷ সুতরাং কাজের মাধ্যমে ছাত্রলীগ এগিয়ে যাবে৷

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী৷ অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার৷