মিটিং হয় না বহুদিন

দলীয় রাজনীতি নিয়ে এই মুহূর্তে কিছুটা আঁধারেই আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। দলটির নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের রাজনীতি নিয়ে হালনাগাদ তথ্য পেতে দেরি হচ্ছে তাদের। কারণ দলের নেতাদের মিটিং হয় না বহুদিন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের মিটি-সিটিং হয় না বহুদিন। ফলে কী হচ্ছে, কী হবে এসব জানার সুযোগ হয় না আমাদের। করোনা পরিস্থিতিতে নেতাদের মধ্যে দূরত্বও বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমলাদের যোগাযোগ বেশি। কেন্দ্রীয় নেতারাও বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের হঠাৎ বাংলাদেশ সফর, করোনার টিকা আমদানি নিয়ে জটিলতা, চীন ও রাশিয়া থেকে নতুন করে টিকা আমদানির উদ্যোগ এবং গতবছর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চীনের উপহার পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে দলের নেতারা অন্ধকারেই ছিলেন।’

তারা আরও জানান, আগে সরকারের পাশাপাশি রাজনৈতিকভাবেও কূটনীতিক বিভিন্ন ইস্যুর সমাধান করা হতো। এখন সেটা না হচ্ছে না।

নেতারা আরও বলেন, মহামারির কারণে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই অনেকদিন। ফলে রাজনৈতিক কলা-কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়ে উঠছে না একেবারেই।

আওয়ামী লীগ নেতাদের মতে, বিষয়গুলো ওপরেই ঘুরপাক খাচ্ছে। জানাজানির সুযোগ নাই কেন্দ্রীয় কোনও নেতার। তৃণমূল নেতারা তো আরও অন্ধকারে।

দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, শুধু চলমান ইসুই নয়, অনেকদিন ধরে রাজনীতিকদের কাছেও রাজনীতির খবর নেই। কারণ হিসেবে তিনি জানান, করোনার কারণে সবাইকে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মানতে হচ্ছে। ফলে নীতি-নির্ধারণী বৈঠকগুলো অনিয়মিত হয়ে গেছে।