বিএনপির আন্দোলন মানে ভাঙচুর: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের অর্থই হচ্ছে ভাঙচুর ও সহিংসতা। 

বুধবার (১৮ আগস্ট) এক আলোচনা সভায় চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন উগ্র-সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

সরকারের পায়ের তলায় মাটি নেই—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নয়, বিএনপিরই এখন পায়ের তলায় মাটি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনও সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালনে এ দেশের সোনালি অর্জন যাতে নষ্ট না হয়, সে জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী। 

পরে প্রতিনিধিদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।