‘সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না’

সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘সংবিধান বিরোধী কোনও কাজ করার ক্ষমতা সরকারের নেই। সংবিধানকে বাইপাস করে একটি দলকে আনুকূল্য দিয়ে নির্বাচনে আনতে হবে– এটি সম্ভব না। একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না– তা নয়। এমনও তো হতে পারে– একটি দলকে বেশি আনুকূল্য দিতে গিয়ে অন্যান্য দল উঠে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি বারবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। তারা কীভাবে বলে এ কথা? ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়াই এটা বাদ দিয়েছিল।’

যারা ১২ দিন ভোট কারচুপি করে তারাই বড় বড় কথা বলে মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি আজ গুম-হত্যার কথা বলে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট যে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন করেছিল, সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল।’

১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘তারা বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে যাচ্ছে। অথচ সেদিন তাদের সংগঠিত বর্বরোচিত চিত্র দেশকে কলুষিত করেছে।’

১৫ আগস্ট কেন সংগঠিত হয়েছিল প্রশ্ন রেখে তিনি বলেন, ‘১৫ আগস্ট হওয়ার কারণে আমরা যেসব অসুবিধা ভোগ করছি, এগুলো সেদিনেরই ফসল। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা এ দেশে ক্ষমতায় এসেছিল, তারা এসেই জাতীয় চার মূলনীতি ছুড়ে ফেলেছিল।’

দেশে গণতন্ত্রের ধারা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডা. শহীদুল্লাহসহ ১৪ দলের নেতারা।